শুধু তোমার জন্য সংগীতা,
সেই হাসি আর নেই মুখে,
চোখেও ঘুম নেই একটুখানি;
অশ্রুসজল চোখে কাটছে প্রহর-বিনীদ্র রাত।
সংগীতা,
সহযাত্রী হতে চেয়েও আমার চলার পথ
কেনো বিষিয়ে তুললে কাঁটায় কাঁটায়?
ভালোবাসা দিতে চেয়ে কলঙ্ক দিলে আর
বেঁচে থাকার স্বপ্নগুলোকে
কতো অবলীলায় দিলে ভেঙে!
এখন আর কি করে বাঁচি সংগীতা !
আবার কি স্বপ্ন গড়বো স্বপ্নহীন এই চোখে;
নাকি তৃষ্ণার্ত হরিণীর মতো ছুটে বেড়াবো
মরুপ্রান্তরে, মরিচীকার পিছু?
নাকি হারিয়ে যাবো দূরের কোনো দেশে-
যেখানে কোনো ভয় নেই, শংকা নেই,
নেই কোনো ছলনার অদৃশ্য কলা?
যেখানে আছে শুধু
প্রেম আর ভালোবাসাবাসি;
নাকি অস্তগামী সূর্যের মতো
পৃথিবী জুড়ে অন্ধকার রেখে আমিও
ডুবে যাবো গভীর অন্ধকারে?
বলো সংগীতা,
কোন পথ বেছে নেবো আমি?
আর কোন পথে বলো তুমি হবে
আমার সহযাত্রী আবার।