Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > সহযাত্রী

সহযাত্রী


অসীম তরফদার

শুধু তোমার জন্য সংগীতা
সেই হাসি আর নেই মুখে
চোখেও ঘুম নেই একটুখানি,
অশ্রুসজল চোখে কাটছে প্রহর-বিনীদ্র রাত।
সংগীতা,
জীবনের সহযাত্রী হতে চেয়েও তুমি
আমার চলার পথ
কেন বিষিয়ে তুলেছো কাঁটায় কাঁটায় !
ভালোবাসা দিতে চেয়ে কলঙ্ক দিয়েছো
আর বেঁচে থাকার স্বপ্নগুলোকে
কতো অবলীলায় দিয়েছো ভেঙে।
এখন আর কি করে বাঁচি সংগীতা !
আমি কি আবারো স্বপ্ন গড়বো স্বপ্নহীন এই চোখে
নাকি তৃষ্ণার্ত হরিণীর মতো ছুটে বেড়াবো
মরিচীকার পেছনে পেছনে,
আমি কি হারিয়ে যাবো দূর কোনো দেশে
যেখানে হারাবার ভয় নেই, শংকা নেই,
নেই কোনো ছলনার অদৃশ্য কলা-
যেখানে শুধু প্রেম আর ভালোবাসাবাসি ;
নাকি অস্তগামী সূর্যের মতো পৃথিবীতে অন্ধকার রেখে
ডুবে যাবো গভীর অন্ধকারে !
বলো সংগীতা, কোন পথ বেছে নেবো আমি
কোন পথে তুমি হবে আমার সহযাত্রী আবার।


সাহিত্য >> কবিতা