Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > ভিজে যাই প্রেমে ও পূর্ণিমায়

ভিজে যাই প্রেমে ও পূর্ণিমায়


অসীম তরফদার

কোরবানী আর পুজোর ছুটিতে
ঢাকার পথ-ঘাট কিছুটা নির্জন ;
শরতের মেঘহীন আকাশে
রুপোর থালার মতন কোজাগরী চাঁদ,
মন্দিরে পুরোহিত মন্ত্রে, অঞ্জলি আর
শংখ-ধ্বনিতে লক্ষ্মীদেবীর আবাহন;
প্যাগোডায় প্রবারণার সহস্র দীপ
সারি সারি আকাশ প্রদীপ আর
এক ঝাঁক উড়ন্ত ফানুস যোগ দেয়
আলোর মিছিলে-
চাঁদ আর তারাদের সাথে।

শান্ত লেকের পাড়ে সারিবদ্ধ গাছ-
জোছ্নার ছায়ায়, আলো-আঁধারিতে
বসেছি দুজন নিঃশব্দ মৌনতায়।
চঞ্চল বাতাসে দুলে ওঠে ওপাড়ের কাশবন
চাঁদের প্রতিচ্ছবি ভাসে কম্পিত জলে;
শেফালীর সুবাসে বিমুগ্ধ হই
মাতোয়ারা মহুযার ঘ্রাণে।
আলতো ছোঁয়ায় পুলক জাগে-
তীব্র আবেগে অনুভুতি সঞ্চারিত হয়
এক দেহ হতে আরেক দেহে
এক হৃদয় থেকে অন্য হৃদয়ে।
পেলব জোছ্নায় স্নাত হই,
স্নাত হই কাব্যের আমিও ধারায়;
স্বর্গ থেকে তখন প্রেম নেমে এসে
লুটোপুটি খায় হৃদয়ের আঙ্গিনায় !


সাহিত্য >> কবিতা