Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > অনন্তের পথে যাত্রা

অনন্তের পথে যাত্রা


অসীম তরফদার

এ মাঠ আজ ফাঁকা 
বিস্তীর্ণ এ প্রান্তর বড় বেশি শূন্য ! অথচ
সেদিনও এখানে ছিলো এক বিশাল বটবৃক্ষ-
আপন গৌরবে মহিয়ান।
সে ছিলো সতেজ, চির সবুজ, চির নবীন-
বয়সের সাথে সাথে বেড়েছে তার প্রসারতা
ক্ষমতা, গুণ ও অভিজ্ঞতা।
তার শীতল ছায়াতলে  কত যে পথিক
ক্লান্তি করেছে দূর
পথভ্রান্ত কতজন পেয়েছে পথের সন্ধান !
তবু তার ছিলো না কোনো দম্ভ অথবা অহম;
কেবলই ছায়া আর মায়া দিয়ে
হাসি গানে রম্য কৌতুকে
সঞ্চারিত করে গেছে তারুণ্যের সুর;
সবিনয়ে সকলের মাঝে
বিলিয়ে গেছে জ্ঞান আর অভিজ্ঞতা।

হঠাৎ এক ঝড় প্রবল শক্তিতে ধেয়ে এসে
তাকে তুলে নিয়ে গেলো;
চলে গেলো আমাদের আশ্রয়, ভরসা আর
মাথার উপর থেকে স্নেহের আচ্ছাদন ! 
হে মহীরূহ,
আজ তবু ব্যথাতুর মনে প্রার্থনা-
অনন্তের পথে তোমার যাত্রা শান্তিময় হোক !

[ড. এম. মোশারফ হোসেন স্মরণে]


সাহিত্য >> কবিতা