BD Trade Blogs
> Blogs > কবিতা > জীবন সংগ্রাম

জীবন সংগ্রাম


অসীম তরফদার

জীবনের কাছে শিখেই চলেছি প্রতিদিন;
কিছুটা আবেগে, কিছু প্রেমের উষ্ণতায়,
কখনও সংকটে, কখনও সংশয়ে,
বাকিটা আঘাতে আর ভীষণ রুঢ়তায় ! 


সাহিত্য >> কবিতা