BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > শুভদৃষ্টি

শুভদৃষ্টি


অসীম তরফদার

অনেক চাওয়ার পর আজকে হল আমাদের শুভদৃষ্টি
বহুদিন পর আজ দুচোখে এলো সুখ-বৃষ্টি।
শুভদৃষ্টি, শুভদৃষ্টি, শুভদৃষ্টি।।

কল্পনাতে স্বপ্ন সাজিয়ে কত না দিন গেছে কেটে
হৃদয়ের ক্যানভাসে মিলনের ছবি এঁকে।
আজ ফুলশয্যায় ফুলেরা 
গন্ধ ছড়ালো কত মিষ্টি!।।

একাকার হলো দুটি মন আজ, হলো যে আপন 
সারা জীবন অটুট থাকুক হৃদয়ের এ বাঁধন।
পরজন্মেও বিধাতা আমাদের
এভাবেই করে যেন সৃষ্টি।।


সাহিত্য >> গান / লিরিক্স