Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > অ-কেজোর গান

অ-কেজোর গান


কাজী নজরুল ইসলাম


ঐ ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে

 আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে।।

 

এই রোদ-সোহাগী পউষ-প্রাতে

 অথির প্রজাপতির সাথে

 বেড়াই কুঁড়ির পাতে পাতে

    পুষ্পল মৌ খেতে।

আমি আমন ধানের বিদায়-কাঁদন শুনি মাঠে রেতে।।

 

আজ কাশ-বনে কে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে,

ও তার হলদে আঁচল চ’লতে জড়ায় অড়হরের ফুলে!

ঐ বাবলা ফুলের নাকছবি তার,

 গা’য় শাড়ি নীল অপরাজিতার,

 চ’লেছি সেই অজানিতার

    উদাস পরশ পেতে।।

 

আমায় ডেকেছে সে চোখ-ইশারায় পথে যেতে যেতে।।

 ঐ ঘাসের ফুলে মটরশুটির ক্ষেতে

  আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে তাই মেতে।।


সাহিত্য >> কবিতা