BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > যখন তুমি

যখন তুমি


অসীম তরফদার

যখন তুমি সামনে আসো
মিষ্টি করে একটুহাসো
ভুলে যাই সব বিরহের গান
ভুলে যাই সব অভিমান।।

তুমি আছো স্বপ্নে
তুমি আছো জাগরণে।
এই বুকে পেতে কান শোনো হৃদয়ের গান।।

যদি আমি হারাই তোমায়
মরণ যেন ডেকে নেয় আমায়।
এই দেহ-মন-প্রাণ তোমাকেই করে দান।।


সাহিত্য >> গান / লিরিক্স