BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > তুমি যে আমার কবিতা

তুমি যে আমার কবিতা


Gazi Majharul Anowar

তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী।
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।।
আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে
টানতে
হয়ত সুদূরে যেতে গো
সরে
না, না নয়নের নীলে তুমি
যে ছিলে।।
তুমি এলে তাই স্বপ্ন
এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো
এ মধুর প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবীনি।।
যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দিন পথের
বাঁকে
তুমি যে আমার বলব আবার
চিরদিন তোমারে চিনি।।

শিল্পী: সুবীর নন্দী


সাহিত্য >> গান / লিরিক্স