Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > প্রবাদ-প্রবচন > প্রবাদ-প্রবচন পর্ব ৬

প্রবাদ-প্রবচন পর্ব ৬


সারাহ জেবীন

(১০১)হাতের মোয়া = সহজলভ্য বস্তু

(১০২)ছেড়ে দে মা কেঁদে বাঁচি = দায়িত্ব থেকে অব্যাহতির জন্য ব্যাকুলতা

(১০৩)চোরে চোরে মাসতুত ভাই = প্রতারকরা পরস্পরকে সমর্থন করে

(১০৪)চেনা বামুনের পৈতা লাগে না = যার যোগ্যতা জানা আছে, তার সম্পর্কে সুপারিশ লাগে না

(১০৫)জলে কুমির ডাঙায় বাঘ = উভয় দিকে বিপদ

(১০৬)জাতে মাতাল তালে ঠিক = বেহিসেবির মতো দেখালেও প্রকৃতপক্ষে হিসেবি

(১০৭)জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ = প্রভাবশালী ব্যক্তির অধীনে থেকে তার সঙ্গে বিবাদ

(১০৮)চোরা না শোনে ধর্মের কাহিনি = অসৎ ব্যক্তি ভাল উপদেশ গ্রহণ করে না

(১০৯)ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা = অসম্ভব কল্পনা করা

(১১০)জ্বলন্ত আগুনে ঘি দেওয়া = উত্তেজনা বৃদ্ধি করা

(১১১)ঝড়ে বক মরে ফকিরের কেরামতি ফলে = কাজ আপনা আপনি হয়ে যায়, চালাক লোক বাহাদুরি নেয়

(১১২)ঝিকে মেরে বউকে শেখানো = ইশারায় তিরস্কার

(১১৩)ঝোপ বুঝে কোপ মারা = সুযোগের সদ্ব্যবহার করা

(১১৪)ঠেলার নাম বাবাজি = চাপে পড়ে কাবু হওয়া

(১১৫)টাকায় বাঘের দুধ মেলে = অর্থের জোরে সবকিছু করা যায়

(১১৬)ডানায় ভর দিয়ে চলা = শূন্যলোকে ভাসা

(১১৭)ডুবে ডুবে জল খাওয়া = গোপনে কাজ করা

(১১৮)ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে = সবখানে একই কাজ করা

(১১৯)ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় = পরের অনিষ্ট করলে নিজেরও অনিষ্ট হয়

(১২০)তিলকে তাল করা = সামান্য বিষয়কে বাড়িয়ে গুরুতর করা


বিবিধ >> প্রবাদ-প্রবচন