BD Trade Blogs
> Blogs > কবিতা > অনন্ত বাঁধন

অনন্ত বাঁধন


অসীম তরফদার

হয়নি মিলন এই জনমে
বলো তাতে কি যায় আসে;
মনে-প্রাণে সাথেই ছিলাম
জনম জনম থাকবো পাশে।

চন্দ্র-তারা-সূর্য হয়ে
জ্বলবে আমার আকাশ জুড়ে;
একলা ক্ষনে তোমার মনে
উঠবো বেজে মধুর সুরে !


সাহিত্য >> কবিতা