Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > শত্রূ নেই, অথচ

শত্রূ নেই, অথচ


অসীম তরফদার

তোমাদের ব্যাথাতুর দিনে আমিওতো করেছি অশ্রুপাত 

কতবার হৃদয় রক্তাক্ত হয়েছে তোমাদের আহত হতে দেখে;

তোমরা তা ভুলে গেছো সবই-

শুধু মনে রেখেছ আমার কঠিন দৃষ্টিটুকু !  

 

হিম শীতল দিনে খড়কুটো জ্বেলেছি তোমাদের উত্তাপ দিতে 

বৃষ্টি-মুখর দিনে ছাউনি হয়ে তোমাদের সময়কে করেছি নির্বিঘ্ন-

সেসব ভুলে শুধু মনে রেখেছো-

কবে একদিন আমার সূর্যের তাপে পুড়েছে হৃদয় !

 

বোবা নই; তবু কোনো শত্রু নেই আমার;

অথচ প্রিয় বন্ধুরা বহুবার ছুরি মেরেছে পেছন থেকে ।

তোমাদের হাতের ছুরি পেছন থেকে বিদ্ধ করবে আমাকে-

আজ এমন দৃশ্য দেখার অপেক্ষায় আছি ।


সাহিত্য >> কবিতা