তোমার ওই দুটি চোখে কতটা অশ্র“
কিংবা খুঁজতে যাই নি স্বপ্নের গভীরতা
শ্যামলা দেহে কতটা স্নিগ্ধতা অথবা লাবণ্য
মেঘবতী চুল কতটা দীর্ঘ নাকি রেশমী
কবিতার পংক্তির মত ছন্দময় চলায় কতটা গতি কিংবা বেগ
তন্বী হাতের স্বর্শে কতটা স্নেহ
হৃদয়ের গহীনে বয়ে চলা নদীতে কতটা স্রোত অথবা তৃষ্ণা
কিংবা তাতে মমতার ধারা নাকি গরল প্রবাহ;
শুধু যতবার এ চোখে রেখেছো নিষ্কম্প দৃষ্টি তোমার
ততবার অনুভব করেছি বিজলী চমকের মত
এক অদ্ভুদ তরঙ্গের খেলা !
কাব্যময় হেঁটে যতবার এসেছো কাছে
ততবার ঐ স্ফুরিত অধরের মাদকতা
আর ঘামে ভেজা শরীরের ঘ্রাণে অদম্য নেশায় আমি
হেঁটে গেছি সাগরে; লোনা ঢেউয়ের গভীরে ডুবেছি, ভেসেছি
অনুভব করেছি তোমার কোমল দেহের উত্তাপ
আর আমার ভেতরের ভাঙন।
এভাবে নিঃশব্দে কতবার হয়েছি খুন-
সে খবর তুমি জানতেই পারোনি; নয়তো
জেনেও থেকেছো আপন খেয়ালে অবিচল; অথবা
নীরবে নিজেও ভিজেছো তুমি
অশান্ত ঢেউয়ের দোলায় !