BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়

ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়


ডা. মোহম্মদ আরিফ

ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়
আমার ইচ্ছে করে
আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায়
তোমার হাতটি ধরে।।
আকাশ থেকে ফেলবে ছায়া
মেঘের ভেসে যাওয়া
শোনবো দুজন কি বলে যায়
উদাস দখিন হাওয়া
দূরের ঐ গাংচিলেরা নামবে জলের পরে।।
আমার চোখে চোখটি ছুয়ে
বলবে কথা তুমি
পাখি ডানায় বৃষ্টি রেখে শুনবো নীরব আমি।

বুকের সব ইচ্ছে গুলো বাজবে নতুন সুরে।।

সুরকার : নকীব খান

শিল্পী : সামিনা চৌধুরী


সাহিত্য >> গান / লিরিক্স