আমার এ দুটি চোখ পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
মগ্ন নদীর মতো তোমার পথের
পানে বয়ে বয়ে যায় ।।
আমি তো বাগান নই তবু কেন ফুটে ফুল
ফাগুনে ফিরে আসে ভ্রমরের মতো হুল(২)
কত বরষায়-...আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়
মেঘ হয়ে যায় ।
শুনিতে চাহিনা গান তবু সুর
ফিরে আসে-
স্বপ্নের বাশি বাজে জিবনের
বারো মাসে(২)
কত রাত্রিতে আমার প্রদ্বীপ শুধু
জ্বলে জ্বলে যায় ---
আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়,
মগ্ন নদীর মত তোমার পথের পানে বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়.
শিল্পীঃ সুবীর নন্দী