অনেকেরই চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল হতে দেখা যায়। ঘুম কম হলে এই সমস্যা দেখা দেয়। তাছাড়া অন্যান্য কারণেও এ সমস্যা হয়। পাতলা ত্বকের নিচে রক্তের কৈশিক জালিকার কারণে একটা কালোভাব চলে আসে। আবার পুষ্টিহীনতা বা বার্ধক্যের কারণে চোখ গর্তের ভেতর ঢুকে গেলেও মনে হয় কালো দাগ পড়েছে চোখের নিচে।
কিছু ঘরোয়া পদ্ধতি জানা থাকলে চোখের নিচে কালো দাগ দূর করা যায় সহজেই-
উপাদান
১। আলু স্লাইস
২। শসা স্লাইস
তৈরি ও ব্যবহার পদ্ধতি
আলু ও শসা ধুয়ে স্লাইস করে কুচি করে নিন। এতে থাকা পানিটা ফেলবেন না। একটি পাত্রের মধ্যে দু ই চা চামচ শসা ও দুই চা চামচ আলু কুচি নিন। এবার উপাদানগুলো ভালোভাবে মেশান। প্যাকটি চোখের পাতার ওপরে দিয়ে রাখুন। এটি চোখে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারেই সুফল পাবেন।