তোমার ভুবনে বসন্ত আজ আর
আমার এখানে যেন বরষার কাল।
তোমার বাগানে হাজার ফুলের হাসি
আমার বুকে ঢেউ উথাল-পাথাল।।
গভীর ভালোবেসে করেছি বিশ্বাস
তোমাকে দিয়েছি এই হৃদয়;
একটুও কি তুমি বাসো নি ভালো
করেছো কি শুধু অভিনয়?
আমার প্রেম চির সত্য সুন্দর,
তোমার প্রেম কি শুধু মায়াজাল।।
বলেছিলে তুমি গোলাপ হয়ে
ছড়াবে সৌরভ মন বাগিচায়;
ফুল হয়ে যদি না-ই ফুটলে কেনো-
রক্ত ঝড়ালে কাঁটায় কাটায়।
যে আগুন জ্বেলেছো বুকেতে আমার
চলছে দহন যেন চিরকাল।।