BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ভুলে যেও

ভুলে যেও


অসীম তরফদার

কত সহজে বললে সেদিন ভুলে যেও তুমি আমাকে;
শুধু গেলে না বলে, কি করে যাবো ভুলে তোমাকে?
কি করে যাবো ভুলে তোমাকে॥

এতো দিনের এতো স্মৃতি জমে আছে হৃদয় জুড়ে
সবই তো মনে পরে বারে বারে, ঘুরে ফিরে।
তুমি শুধু বলে যাও- কি করে ভুলবো এতো স্মৃতি 
কি করে থাকবো ছেড়ে তোমাকে॥

জানি তুমি গেছো চলে, হৃদয়ের বাঁধন ছিঁড়ে
শত ডাকি যদি তবু আসবে না তুমি ফিরে।
একবার শুধু বলে যাও- তুমি কি ভুলে গেছো সবই 
ভুলে কি গেছো তুমি আমাকে॥


সাহিত্য >> গান / লিরিক্স