BD Trade Blogs
> Blogs > কবিতা > পারো তো ধর্ষন করো

পারো তো ধর্ষন করো


তসলিমা নাসরিন

আর ধর্ষিতা হয়ো না, আর না

আর যেন কোনও দুঃসংবাদ কোথাও না শুনি যে তোমাকে ধর্ষণ করেছে

কোনও এক হারামজাদা বা কোনও হারামজাদার দল।

আমি আর দেখতে চাই না একটি ধর্ষিতারও কাতর করুণ মুখ,

আর দেখতে চাই না পুরুষের পত্রিকায় পুরুষ সাংবাদিকের লেখা সংবাদ

পড়তে পড়তে কোনও পুরুষ পাঠকের আরও একবার মনে মনে ধর্ষণ করা ধর্ষিতাকে।

 

ধর্ষিতা হয়ো না, বরং ধর্ষণ করতে আসা পুরুষের পুরুষাঙ্গ কেটে ধরিয়ে দাও হাতে,

অথবা ঝুলিয়ে দাও গলায়,

খোকারা এখন চুষতে থাক যার যার দিগ্বিজয়ী অঙ্গ, চুষতে থাক নিরূপায় ঝুলে থাকা

অণ্ডকোষ, গিলতে থাক এসবের রস, কষ।

ধর্ষিতা হয়ো না,পারো তো পুরুষকে পদানত করো, পরাভূত করো,

পতিত করো, পয়মাল করো

পারো তো ধর্ষণ করো,

পারো তো ওদের পুরুষত্ব নষ্ট করো।

লোকে বলবে, ছি ছি, বলুক।

লোকে বলবে এমন কী নির্যাতিতা নারীরাও যে তুমি তো মন্দ পুরুষের মতই,

বলুক, বলুক যে এ তো কোনও সমাধান নয়, বলুক যে তুমি তো তবে ভালো নও

বলুক, কিছুতে কান দিও না, তোমার ভালো হওয়ার দরকার নেই,

শত সহস্র বছর তুমি ভালো ছিলে মেয়ে, এবার একটু মন্দ হও।

 

চলো সবাই মিলে আমরা মন্দ হই,

মন্দ হওয়ার মত ভালো আর কী আছে কোথায়!


সাহিত্য >> কবিতা