BD Trade Blogs
> Blogs > কবিতা > ক্যাকটাস\

ক্যাকটাস\


হেলাল হাফিজ

হলো না, হলো না।

শৈশব হলো না, কৈশোর হলো না

না দিয়ে যৌবন শুরু, কার যেন

বিনা দোষে শুরুটা হলো না।

হলো না, হলো না।

দিবস হলো না, রজনীও না

সংসার হলো না, সন্ন্যাস হলো না, কার যেন

এসব হলো না, ওসব আরও না।

হলো না, হলো না।

সন্দুর হলো না, অসুন্দরও না

জীবন হলো না, জীবনেরও না, কার যেন

কিছুই হলো না, কিচ্ছু হলো না।

হলো না। না হোক,

আমি কী এমন লোক!

আমার হলো না তাতে কি হয়েছে?

তোমাদের হোক।


সাহিত্য >> কবিতা