BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > নিজেকেই বুঝিনা

নিজেকেই বুঝিনা


অসীম তরফদার

মায়াবিনী এই জোছনায় ভিজে ভিজে ভিজে
কোথা যাই, কোন পথে হায়, করি কী যে !
আজ নিজেকেই পারি না বুঝতে নিজে।।

চাঁদের আলোতে আজ এই নিরালায়
বারে বারে স্মৃতিগুলো দোলা দিয়ে যায়।
যত চাই ভুলে যেতে তত পরে মনে-
আজ নিজেকেই পারি না বুঝতে নিজে।।
 
এই রাতে মন চায় ফুলের মেলায়
মুখোমুখী থাকি বসে শুধু দুজনায়।
কেনো আজ এলোমেলো এই মনটা-
আজ নিজেকেই পারি না বুঝতে নিজে।।


সাহিত্য >> গান / লিরিক্স