Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > তুমি যদি আমার হতে

তুমি যদি আমার হতে


অসীম তরফদার

খুব একটা খারাপ নেই,
বলা যায়-এক রকম ভালোই আছি;
স্ত্রী-সন্তান নিয়ে সাদামাটা জীবন
হাসি আনন্দ উচ্ছ্বলতা
সামান্য অভিযোগ-অনুযোগ অথবা কলহ
ন্যূনতম প্রয়োজনের যাবতীয় উপকরণ
সুবিন্যস্ত পরিপাটি সংসার-
সব মিলিয়ে ভালো আছি-ভালোই তো আছি।
কিন্তু কেনো জানি না, কেবলই মনে হয়-
সবকিছু আরও ভালো হতে পারতো ;
তুমি পাশে থাকলে
জীবনের মানেটাই হয়তো অন্য রকম হতো,
স্বপ্নগুলো হতে পারতো আরও বেশি বর্ণিল
প্রজাপতির পাখনার মতো,
অনেক বেশি মোহময় হতো ফুলের সৌরভ
ভ্রমরের গুঞ্জন হতে পারতো আরও মধুময়
জোছ্ধসঢ়;নার আলো হতো আরও বেশি স্নিগ্ধ।
হয়তো বদলে যেতো সুখ-দুঃখের অনুভূতি
হর্ষ কিংবা বিষাদের স্বাদ, সংজ্ঞা কিংবা অর্থ
এবং আরও অনেক কিছুই।
কিন্তু হলো না,
তুমি যে আমার হলে না, নন্দিতা !


সাহিত্য >> কবিতা