BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > জানি তুমিও

জানি তুমিও


অসীম তরফদার

কি করে যে দিন কেটে যায়
কোনো কিছু বুঝি না তো হায়।
রাত কাটে তোমারই আশায়;
জানি তুমিও ভাবছো আমায়।

কিভাবে যে বেঁচে আছি, কি সুখে আমি আছি-
একবারও নাওনিতো খোঁজ !
পথ ভুল করে তবু তোমারই আঙিনায় 
ফিরে ফিরে আসি আমি রোজ। 
এসো আজ এই জোছনায়
ভেসে যাই ওই মোহনায়
তুমি আমি দুজনায়।।
 
বহুদূরে চলে গেছো হয়তোবা ভুলে গেছো 
সব কি তবুও নিঃশেষ?
ছিল মনে যত আশা বুক ভরা ভালোবাসা 
নেই কি আজও তার রেশ?
চলো আজ ওই নীলিমায়
ডানা মেলি দূর অজানায় 
তুমি আমি দুজনায়।।


সাহিত্য >> গান / লিরিক্স