প্রতিদিন যে সাবানগুলো দিয়ে কাপড় ধোয়া হয়, সেগুলোর জন্মের পেছনেও আছে মজার একটি গল্প। অনেক অনেক বছর আগে রোমান মেয়েরা যখন ‘টিবার’ নদীর তীরে কাপড় ধুতে যেত, তখন ওরা প্রায়ই একধরনের পদার্থ দেখতে পেত। পদার্থগুলো রোজ নদীর পানিতে ভাসত। আসলে জিনিসগুলো ছিল পশুর গায়ের চর্বি আর তেল। টিবার নদীতে তখন মৃত পশুর গায়ের চর্বি ফেলা হত। একদিন ঐ জমাট বাধা জিনিসগুলো ভেসে এসে লেগে গেল একজনের কাপড়ে। সেটাকে কেঁচে ধুয়ে সে দেখল, আরে বাহ্! বেশ সাফ হয়েছে তো! এ খবর চলে গেল অন্য মেয়েদের কাছেও। তারাও সেই চর্বি দিয়ে কাপড় ধুয়ে দেখল। সত্যিই তো! ওটা দিয়ে বেশ ভালো পরিষ্কারই হয় কাপড়!
সেই থেকে সাবানের ব্যবহার শুরু হয়। অবশ্য অনেকে বলে থাকে ব্যাবিলিয়নেরা প্রথম সাবান বানিয়েছিল।