BD Trade Blogs
> Blogs > কবিতা > ভালোবাসা দিবসে

ভালোবাসা দিবসে


অসীম তরফদার

আজ এই ভালোবাসা দিবসে
হঠাৎ তুমি এলে, বসন্তের বৃষ্টি হয়ে !
কতবার তোমায় ডেকেছি
কতদিন থেকেছি আশায়- অথচ আসোনি;
হঠাৎ আজ তুমি এলে-
লাল শাড়ি আর ফাগুনের ফুলে সেজে
এই বসন্ত দিনে !

স্নিগ্ধ নরম মুখের চারপাশে চুলগুলো এলোমেলো,
আধো ঘুমন্ত চোখে সর্বনাশের ঝড়;
আচম্বিতে হৃদয়ের শান্ত জলাশয়
তরঙ্গমুখর হলো; প্রকম্পিত হলো আমার বুক !
সন্তর্পণে চেপে রাখা ইচ্ছেগুলো
লাভা ছড়ালো ভিসুভিয়াসের মতো,
আমি হাত বাড়ালাম 
তুমিও সমর্পিত হলে।
অনেক প্রতীক্ষা শেষে তুমি এলে
আজ এই বসন্ত দিনে-
ভালোবাসা-দিবসে !


সাহিত্য >> কবিতা