Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > তোমার ঘরের সামনে আমার ঘর বানাবো গো

তোমার ঘরের সামনে আমার ঘর বানাবো গো


হুমায়ূন আহমেদ

তোমার ঘরের সামনে

ছোট্ট ঘর বানাবো গো

তোমার ঘরের সামনে

দুনিয়া সাজাবো গো

তোমার ঘরের সামনে

এই ঘর বানানো কোন সহজ কাজ না

দুনিয়া সাজানো কোন সহজ কাজ না

হৃদয়ে প্রেম এলে ঝড়েও সুখ আছে

বিজলী তখন যেন প্রদীপ আমার কাছে

মন প্রান লুটাবো গো ( হুম )

তোমার ঘরের সামনে

মন প্রান লুটাবো গো ( আচ্ছা )

তোমার ঘরের সামনে

লোকে বলে প্রেম নাকি অগ্নিসমুদ্র জীবনের

গাঁড় নেশা লেলিহান রুদ্র মনে

প্রেম থাকে যদি আগুন ও ফুল গো

মাহেন্দ্র ক্ষণে যেন পর্বত ধূল গো

নক্ষত্র সাজাবো ( তাই )

তোমার ঘরের সামনে গাঁথবো তারার মালা ( আচ্ছা )

তোমার ঘরের সামনে কাঁটা ছড়ানো থাকে

প্রেমের নীল ফুলে তুমি কি জানগো সখা

জীবন কাটে ফুলে মুকুট ধূলায় ফেলে

প্রেমেরই কারনে কেউবা তাজ গড়ে প্রেমেরই কারনে

তেমন কিছু গড়বো গো ( হুম )

তোমার ঘরের সামনে আমি ও কিছু গড়বো গো ( তাই নাকি )

শিল্পীঃ এস আই টুটুল , শাওন 


সাহিত্য >> গান / লিরিক্স