BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ফিরে এসো

ফিরে এসো


অসীম তরফদার

যেখানেই থাকো তুমি ফিরে এসো
আমার জীবনে তুমি ফিরে এসো।
তোমার জন্যই শুধু এই বেঁচে থাকা,
তুমিই আমার হৃদস্পন্দন।।

বলো কেনো তুমি হারিয়ে গেলে
কেনো এভাবে তুমি কাঁদালে
তোমার বিরহে বিরহী এ মন
তোমার প্রতীক্ষায় থাকি সারাক্ষণ।।

কেনো আমাকে তুমি ভুল বুঝলে
তোমাকে পাবো কোথা খুঁজলে?
জানি না কি কারণ আমার এ মন
তোমাকেই শুধু ভাবে সারাক্ষণ।।


সাহিত্য >> গান / লিরিক্স