BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > আইলোরে বৈশাখ

আইলোরে বৈশাখ


অসীম তরফদার

আইলোরে বৈশাখ আইলো নতুন আশা লইয়া
চলো বৈশাখ বরণ করি ঢাক ঢোল বাজাইয়া।।
 
একতারা দোতরা বাঁশী ডুগডুগী বাজাইয়া
জারী সারী ভাটীয়ালী বাউল গান গাইয়া
মনের সুখে দেখো বীণ বাজায় সাপুড়িয়া
চলো বৈশাখ বরণ করি ঢাক ঢোল বাজাইয়া।।
 
খই চিড়া দই মুড়ি মুড়কি পান্তা ইলিশ খাইয়া
পুতুল নাচ আর যাত্রা দেখব ঐ মেলাতে গিয়া
পুরান দিনের দুঃখ ভুলব নতুন আশা লইয়া
চলো বৈশাখ বরণ করি ঢাক ঢোল বাজাইয়া।।


সাহিত্য >> গান / লিরিক্স