BD Trade Blogs
> Blogs > কবিতা > চন্দ্রাহত

চন্দ্রাহত


অসীম তরফদার

আবেগের ছায়াপথে ভাবনার ফুলগুলো সবে
তারা হয়ে ফুটে ওঠার অপেক্ষায়; 
চন্দ্রমুখী বারান্দায় ইচ্ছের জোনাকিরা
আড়ষ্টতা ভেঙে একটি-দুটি করে উঁকি দিচ্ছে;
তখনই উদ্ধত তরবারী হাতে ছায়ামূর্তির হুঙ্কার-
চাঁদের দিকে হাত বাড়াতে নেই!

পোড় খেতে খেতে সব ভয়-ভীতি আজ
পরবাসী মেঘেদের মতো চলে গেছে দূরদেশে। 
চওড়া বুকের ভেতর ভালোবাসার প্রবল চাপে 
সাহসের স্ফুলিঙ্গ আর তপ্ত লাভা উদ্গীরিত হয়;
স্তব্ধ রাতের আলো-আধারিতে স্বপ্নেরা ডানা মেলে;
চন্দ্র খেয়ায় চেপে ছুটে চলে দূর নীলিমায়-
চাঁদের মাঝে বিলীন হতে !
 


সাহিত্য >> কবিতা