Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > প্রেম

প্রেম


তসলিমা নাসরিন

যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য,
চুলে মুখে রং মাখতে হয়,
গায়ে সুগন্ধি ছিটোতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে
সাজতে হয়,
যদি তলপেটের মেদ,
যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা
করে লুকোতে হয়,
তবে তোমার সঙ্গে অন্যকিছু, প্রেম নয় আমার।
প্রেম হলে আমার যা কিছু এলোমেলো
যা কিছু খুঁত, যা কিছু ভুলভাল, অসুন্দরই থাক,
সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয় !
এতো যে পুরুষ দেখি চারিদিকে, কই, প্রেমিক
তো দেখি না।
 


সাহিত্য >> কবিতা