আজকের পরে আর দেখা হবে কি না কোনোদিন কে জানে
তবু তুমি রয়ে যাবে হৃদয়ের অনুভবে আমার মনের কোনে॥
হয়ত কখনও মুখোমুখী বসে হবে না কোনো কথা;
হয়ত হবে না চোখে চোখ রেখে স্বপ্নের ছবি আঁকা।
তুমি শুধু রবে আমার কবিতায়, রবে প্রতিটি গানে॥
জীবনের এই আঁকাবাকাঁ পথে বুনেছি যত না স্বপ্ন
মূহুর্তে এক ঝড় এসে আজ করে দিলো সবই ভগ্ন।
তুমি তবু রবে আমার স্বপনে, ঝরা বকুলের ঘ্রাণে॥