প্রতিদিন তুমি রাঙিয়ে দিয়ে যাও আমার কল্পনা
প্রতিদিন তুমি স্বপ্ন ছুঁয়ে যাও এঁকে দিয়ে আল্পনা।।
তুমি যে আমার নীল ছুয়ে যাওয়া ঢেউ
ওই ঢেউয়ে মরি ডুবে তা দেখে না তো কেউ।
হাওয়ায় ভেসে চলো অচিন দেশে গড়ি নতুন ঠিকানা।।
তুমি যে আমার আঁধার রাতের ধ্রুবতারা
তুমি পাশে না থাকলে আমি হই দিশেহারা।
তোমাকে ভেবে মন কোন আবেগে হয় শুধু আনমনা।।