BD Trade Blogs
> Blogs > কবিতা > বেদনার বর্ণমালা

বেদনার বর্ণমালা


অসীম তরফদার

প্রগাঢ় নীল রঙে বেদনার বর্ণমালা লিখা হয়
শংকিত সন্ধ্যার ধূসর আঁচল জুড়ে;
তারপর রাতভর চলে শুধু দুঃস্বপ্নের দাপাদাপি।
হঠাৎ বিষণ্ণ মেঘের হৃদয় ফুঁড়ে উঁকি দেয় মর্মাহত চাঁদ;
তখন অন্ধকারে ডুবে যেতে-যেতে ফিরে আসি, 
ফিরে আসে ফেরারী সুখ, ফেরে শান্তির পায়রা!
ভোরে মুক্তোর মতো শিশির জমে কচি ঘাসের ডগায়;
উদীয়মান সূর্যের আভায় আঁকা হয় নতুন স্বপ্ন! 
বৈরী সময়ে তবু একসাথে থাকাই সুখের;
প্রতিকূল স্রোতে বেঁচে থাকাটাই বড্ড আনন্দের


সাহিত্য >> কবিতা