BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ

জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ


Gauri Prasanna Mazumdar

জীবন খাতার প্রতি পাতায়

যতই লেখো হিসাব নিকাশ

কিছুই রবেনা

লুকোচুরির এই যে খেলায়

প্রানের যত দেওয়া নেওয়া

পূর্ণ হবেনা

জীবন খাতার প্রতি পাতায়

যতই লেখো হিসাব নিকাশ

কিছুই রবেনা

কন্ঠ ভরা এ গান শুনে

ছুটে তুমি এলে দ্বারে

চোখে দেখেও এতো করেও

চেনোনিতো কভু তারে

অবহেলায় সরেও তবু

আমায় তুমি নাওগো ডেকে

সে তো কবেনা

জীবন খাতার প্রতি পাতায়

যতই লেখো হিসাব নিকাশ

কিছুই রবেনা

যে আঁখি হয়না খুশি

আকাশ ভরা তারা দেখে

সেই হাসে কাঁচের ঝাড়ে

মোমের বাতি জ্বেলে রেখে

জানি আমি আমারে নয়

এ গান আমার ভালোবাসো

নিজের ভুলে পথের ধুলায়

পরশ মানিক ফেলে আসো

তোমার গানের ঐ ঠিকানায়

দেখেও আমায় তবু কি গো

ডেকে লবেনা

জীবন খাতার প্রতি পাতায়

যতই লেখো হিসাব নিকাশ

কিছুই রবেনা

লুকোচুরির এই যে খেলায়

প্রানের যত দেওয়া নেওয়া

পূর্ণ হবেনা

কণ্ঠশিল্পীঃশ্যমল মিত্র


সাহিত্য >> গান / লিরিক্স