BD Trade Blogs
> Blogs > কবিতা > পরানের পাখি

পরানের পাখি


হেলাল হাফিজ

পরানের পাখি তুমি একবার সেই কথা কও,

আমার সূর্যের কথা, কাঙ্খিত দিনের কথা,

সুশোভন স্বপ্নের কথাটা বলো,–শুনুক মানুষ।

পরানের পাখি তুমি একবার সেই কথা কও,

অলক্ষ্যে কবে থেকে কোমল পাহাড়ে বসে

এতোদিন খুঁটে খুঁটে খেয়েছো আমাকে আর

কতো কোটি দিয়েছো ঠোকর,

বিষে বিষে নীল হয়ে গেছি, শুশ্রূষায়

এখনো কী ভাবে তবু শুভ্রতা পুষেছি তুমি দেখাও না

পাখি তুমি তোমাকে দেখাও,–দেখুক মানুষ।

 

পরানের পাখি তুমি একবার সেই কথা কও,

সময় পাবে না বেশি চতুর্দিক বড়ো টলোমলো

পরানের পাখি তুমি শেষবার শেষ কথা বলো,

আমার ভেতরে থেকে আমার জীবন খেয়ে কতোটুকু

যোগ্য হয়েছো, ভূ-ভাগ কাঁপিয়ে বেসামাল

কবে পাখি দেবেই উড়াল, দাও,–শিখুক মানুষ।


সাহিত্য >> কবিতা