আবার দু’জনে মিলে যাবো যে হারিয়ে
কোনো এক শ্রাবণ দিনে।
দুটি মনে একটি আশা; একটু খানি ভালোবাসা
মিলবো যে প্রাণে প্রাণে; কোনো এক শ্রাবণ দিনে।।
কিছু স্মৃতি, কিছু গান, ভালোবাসা অফুরাণ
অভিমান যখন তখন।
একটু রোদ, একটু মেঘ, ঝড়ো বাতাসের বেগ
আর একটু প্রেমের প্লাবন।
দুটি মনে একটি আশা; একটু খানি ভালোবাসা
মিলবো যে প্রাণে প্রাণে; কোনো এক শ্রাবণ দিনে।।
যত ক্ষোভ, যত ক্রোধ, যত দুঃখ-শোক
তোমার পরশে ভোলে মন।
আঁধার রাত যায় কেটে, ভোরে সূর্য হাসে
তুমি কাছে আসো যখন।
দুটি মনে একটি আশা; একটু খানি ভালোবাসা
মিলবো যে প্রাণে প্রাণে; কোনো এক শ্রাবণ দিনে।।