তোমার ভালোবাসা আমার জীবনে যেন বিধাতার আশীর্বাদ।
তুমি স্পন্দন এ বুকে, প্রাণ এ দেহে, চৈতালী চাঁদনী রাত ॥
তুমি সূর্য-ওঠা-ভোর, উদাস দুপুর, বিষণœ বিকেল বেলা
তুমি ক্লান্ত গোধুলী, শ্রান্ত রাত, আকাশে তারার মেলা।
তুমি ডাকলেই কাছে আসি ছুটে, করি না কোনো প্রতিবাদ ॥
একাকীত্বে কিবা কাজের মাঝে প্রতি ক্ষণে শুধু তুমি
তুমি স্বপ্নে ভাসাও আর প্রেমে ডোবাও আমার এ বেলাভূমি।
তোমার ছোঁয়া পেলে ভরে এ মন, মিটে যায় সব সাধ ॥