Skip to Content (Press Enter)
তোর কারনে পরাণ আমার উঠেছে আজ কেঁদে তোর কারনেই মেঘ জমেছে; মেঘ সরিয়ে দে। তোর কারনে মনের মাঝে উথাল-পাথাল ঝড় তুই হাসলেই সব থেমে যায়, আলোয় ভরে ঘর। তোর কারনে শীত-বসন্ত, তোর কারনেই খড়া তোর মাঝেতেই সকল আশা, আমার বাঁচা-মরা।