Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > ফিরে পাওয়া জীবন

ফিরে পাওয়া জীবন


মনোজ দত্ত

জানালার কার্নিশের ঝুল ঝুল অন্ধকারে

অদেখাই ছিল দিনের সূর্য রাতের চাঁদ ।

এভাবে আর কদিন ঘুটঘুটে অন্ধকারে

মানুষ দম আটকে থাকতে পারে !

থেকে থেকে শেষে ভেঙে গেল ধৈর্যের বাঁধ ।

অন্ধকার থেকে আসা মশাদের উৎপাতে

সেইদিন তারা সেই রাতে নিয়েছিল হাতে

ঝুল সরানোর ঝাড়ু ও মশা মারার ফাঁদ ।

ঝুল সরিয়ে মশা মেরে রাত শেষে ভোর এল

ভোরের সূর্য-আলোয় তারা জীবন ফিরে পেল।


সাহিত্য >> কবিতা