BD Trade Blogs
> Blogs > কবিতা > এই বিদেশে

এই বিদেশে


শক্তি চট্টোপাধ্যায়

এই বিদেশে সবই মানায়
পা-চাপা প্যান্ট, জংলা জামা
ধোপদুরস্ত গলার রুমাল, সঙ্গে থাকলে অশ্বত্থামা
এই বিদেশে সবই মানায়। 
ব্রায়ার-পাইপ, তীক্ষ্ণ জুতো
নাকের গোড়ায় কামড়ে-বসা কালো কাচে রোদের ছুতো
এই বিদেশে সবই মানায়।
.
কিন্তু তোমার তালছড়িটা-
মেঘে মেদুর সেই যে বক্ষে বাস্তুভিটা 
যেখান থেকে বাকি জীবন করবে শুরু বলেই এলে-
সেইখানে আজ অভয় পেলে


সাহিত্য >> কবিতা