জেগে ওঠো,
হতাশার আড়ামোড়া ভেঙে নিষ্প্রভতার সুপ্তি হতে
মহাসমুদ্রের মত জেগে ওঠো আত্মপ্রত্যয়ে !
সকল শঙ্কা ভুলে, প্রসন্ন মনে, এগিয়ে চলো দৃঢ় চিত্তে-
বেগম রোকেয়া আর সুফিয়া কামালের প্রেরণা নিয়ে
মাদার তেরেসা আর জননী জাহানারা ইমামের
মানবতাবাদের বীজমন্ত্র বুকে নিয়ে এগিয়ে চলো-
নারীর জাগরণ আর মুক্তির সংগ্রামে।
আমার সর্বত্মক সমর্থন থাকবে, থাকবে কলম ও কবিতা;
লেখনীয় দুর্বার হাতিয়ার নিয়ে
অন্যায়-অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে
সত্যিকারের প্রগতিবাদীরা।
যৌতুকের ভয়াল অভিশাপে আত্মাহুতি দেয়া
অসংখ্য বোনের অশ্শ্রুবিন্দু আর করুন আকুতি
নির্যাতিতার নির্মম আর্তনাদ বেজে চলবে রণসঙ্গীত হয়ে;
লক্ষ জোড়া চোখ সকরণ দৃষ্টিতে আজ প্রতীক্ষারত,
প্রতীক্ষারত বাংলার সকল অবহেলিত নারীরা।
জেগে ওঠো কণ্ডারী হয়ে;
মৃত্তিকার বুক থেকে পান করো সহ্যশক্তির সুধা
আকাশের কাছে চাও বিশালতা
পাহাড় থেকে দৃঢ়তা, ঝর্ণার কাছে চাও গতি
বাতাসের কাছে বেগ, খরস্রোতা নদী থেকে শক্তি
সূর্য্য হতে তেজ, জ্যোৎস্না হতে স্নিগ্ধতা
আর মহাবিশ্বের কাছ থেকে দীক্ষা নাও সত্য ও সুন্দরের;
তারপর সূচনা কর সেই মহত্তর সংগ্রাম।
[উৎসর্গ: লিমা মেহরিন]