Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > অধরা

অধরা


অসীম তরফদার

ঐ দিগন্ত আমাকে হাতছানি দিয়ে বলে-
এখানে আকাশ ছুঁয়েছে পৃথিবীর মাটি;
কচি ঘাসের ডগায় জমে থাকা শিশিরে ধুয়েছে মুখ
আর চুম্বন করেছে মৃত্তিকার ফুলে।
যদি ছুঁতে চাও ঐ নীলাকাশ, বিস্তীর্ন নীল চাঁদর-
চলে এসো নিঝুম জ্যোৎস্নায়,
এই নিভৃত নির্জনতায়।

আমি স্বপ্ন রোমন বুকে দিগন্ত পেরিয়ে
ছুটে চলি দিগন্তে- অনন্ত সীমায়;
তবু ঐ দূরের আকাশ চলে যায়
আরো বেশি দূরের ঠিকানায়।

তুমিও কি এমনই এক দিগন্ত
নাকি অধরা আকাশ !


সাহিত্য >> কবিতা