Skip to Content (Press Enter)
কোজাগরী চাঁদ জাগে দূর নীলিমায় মাতাল হাওয়া খেলে এই আঙিনায়। এমন রাতে মন হয় যে ব্যাকুল স্মৃতির ঢেউ এসে ভিজায় দুকূল ! সারারাত অবারিত নীল জোছনায় চাঁদে ওই তোমারই মুখ দেখা যায় ।।