BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ফুল ফোটে ফুল ঝরে ভালবাসা ঝরে পড়ে না

ফুল ফোটে ফুল ঝরে ভালবাসা ঝরে পড়ে না


আমিনুর রহমান নিঝু

ফুল ফোটে ফুল ঝরে
ভালবাসা ঝরে পড়ে না
রাত যায় দিন আসে
সে তো ফিরে আসে না।।

অশ্রু আমার দেখবে যদি
সাগরকে দেখতে চাইতে না।
সাগরের জল দেখাই ***
আমার চেয়ে বেশী ভয় নাই।।

দুঃখ আমার খাঁচার পাখি
পাখা মেলে তবু উড়ে না।
আমার ব্যথা আমি ছাড়া
আর কেউ কভু বোঝে না।।

শিল্পী : সামিনা চৌধুরী


সাহিত্য >> গান / লিরিক্স