BD Trade Blogs
> Blogs > কবিতা > আমার অশ্রু

আমার অশ্রু


হুমায়ুন আজাদ

 

আমার অশ্রু এবং কষ্টরাশি থেকে

ফুটে উঠে ফুল থরে থরে অফুরান,

এবং আমার দীর্ঘশ্বাসে

বিকশিত হয় নাইটিংগেলের গান ।

 

বালিকা, আমাকে যদি তুমি ভালোবাসো,

তোমার জন্য সে ফুল আনবো আমি—

এবং এখানে তোমার দ্বারের কাছে

নাইটিংগেলেরা গান গাবে দিবাযামি ।


সাহিত্য >> কবিতা